বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের পুশ আউট

আপডেট: November 9, 2021 |

পোল্যান্ড জানিয়েছে দেশটির দক্ষিণ বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের সেদেশে প্রবেশের প্রচেস্টাকে ঠেকিয়ে দেয়া হয়েছে। গত সোমবার আন্তর্জাতিক বার্তাসংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির এক ভিডিও ফুটেজে দেখা যায়, হাজার হাজার অভিবাসন প্রত্যাশী তারকাটার বেড়ার কাছে অবস্থান করেছে। এদের কেউ কেউ আবার বেড়া ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে।

এমন পরিস্থিতিতে সোমবার পোলিশ সরকার জরুরি মিটিং ডেকেছে এবং ওই এলাকায় প্রায় ১২ হাজার সেনা মোতায়েন করেছে।

এদিকে এ পরিস্থিতিকে শত্রুতামূলক কার্যকলাপ হিসাবে বর্ণনা করে, পোল্যান্ড বেলারুশের বিরুদ্ধে অভিবাসীদের সীমান্তের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেছে।

পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়া বলেছে যে সাম্প্রতিক মাসগুলিতে বেলারুশ থেকে অবৈধভাবে তাদের দেশে প্রবেশের চেষ্টা করা লোকের সংখ্যা বেড়েছে। এসব অভিবাসীদের অনেকেই মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে এসেছেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর