পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো যায় না: সিইসি

আপডেট: November 10, 2021 |

ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো যাবে না মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার (১০ নভেম্বর) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্টদের সহনশীলতা প্রয়োজন। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইন শৃংখলা বাহিনী ও ইসি সবাই একটিভ। তবে ঘটনাগুলো হয় তাৎক্ষণিক উত্তেজনার কারণে।

নূরুল হুদা বলেন, পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে। একই সঙ্গে রাজনীতিক দল ও অংশগ্রহণকারীদের সহনশীল হতে হবে।

নির্বাচনে মৃত্যু ও সহিংসতা সম্পর্কে সিইসি বলেন, আমরা পুলিশ, ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি। যার যার দায়িত্ব সে সে পালন করে যাচ্ছে।

বিশেষ করে তারা আইনশৃঙ্খলা রক্ষায় যথেষ্ট ভূমিকা রাখছেন বলে আমি বিশ্বাস করি। আইনশৃঙ্খলা বাহিনীর অজান্তে এসব ঘটনা ঘটে, তাদের অনুপস্থিতিতে এটা ঘটে যায়। এটা এত বড় একটা নির্বাচন, যেখানে হাজার হাজার, লাখ লাখ লোক নির্বাচনে অংশগ্রহণ করে।

তিনি বলেন, আমি প্রথমেই বলেছি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার একমাত্র উপায় হলো যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত থাকেন তাদের সহনশীলতা। সুতরাং এটার দায়দায়িত্ব প্রশাসনের অথবা আইনশৃঙ্খলা বাহিনীর অথবা নির্বাচন কমিশনকে দেওয়া যায় না। এরাই দায়ী এ কথা বলার কোনো সুযোগ নেই।

আগামীকালের (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আশা করি, উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর