ক্ষমা চাইলেন কৃষকদের কাছে কঙ্গনা

সময়: 4:13 pm - December 4, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

কৃষি আন্দোলন নিয়ে বিতর্কের জেরে অবশেষে নিজের মন্তব্যের জন্য কৃষকদের কাছে ক্ষমা চাইলেন কঙ্গনা।

বেশ কয়েকদিন ধরেই কৃষি আন্দোলন নিয়ে বিতর্কে জড়িয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শিখ কৃষকদের সঙ্গে খালিস্তানি সন্ত্রাসবাদীদের তুলনা করে এই বিতর্কের সূত্রপাত করেন অভিনেত্রী নিজেই।

এর পর সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকিও পান তিনি। এবার ভারতের চন্ডীগড় যাওয়ার পথে তার গাড়িবহর ঘিরে বিক্ষোভ করেন কৃষকরা।

গতকাল শুক্রবার ভারতের চন্ডিগড় যাচ্ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শ্রী কিরাতপুর সাহিবের অন্তর্গত বুঙ্গা সাহিবে তার গাড়িবহর ঘিরে আন্দোলন করেন সেই অঞ্চলের কৃষকরা।

এ সময় অভিনেত্রীকে ক্ষমা চাইতে বলেন কৃষকরা। অবশেষে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান কঙ্গনা। ক্ষমা চাওয়ার পরই বিক্ষোভ তুলে নেওয়া হয়। এর পর নিজের গন্তব্য চন্ডিগড়ে রওনা দেন অভিনেত্রী।

কৃষি আইন প্রত্যাহারের পর গত ২০ নভেম্বর ইনস্টাগ্রামে কঙ্গনা রানাওয়াত শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য করেন। তাতেই মহাক্ষেপেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। এমনকি তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। এরপর খুনের হুমকি পাওয়ার পর সেই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কঙ্গনা রানাওয়াত।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর