পুতিন-জিংপিনের ভার্চুয়াল বৈঠক কাল

আপডেট: December 14, 2021 |

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিংপিন এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর)। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চত করেছে।

সোমবার (১৩ ডিসেম্বর) নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই বৈঠকের কথা জানার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তিনি বলেন দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন খাতে পারস্পরিক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সহযোগিতামূলক পদক্ষেপ নিয়ে আলোচনায় অংশ নেবেন।

দুই নেতা দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ এবং উন্নয়নের পথ নির্ধারণ নিয়ে কথা বলবেন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে অভিন্ন উদ্বেগের পেছেনের প্রধান বিষয়গুলো নিয়ে মতামত বিনিময় করবেন।

ওয়েনবিন বলেন, বৈঠকটি দুই দেশের উচ্চ—পর্যায়ের পারস্পরিক আস্থাকে আরও বৃদ্ধি করবে এবং বিপর্যস্ত আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করতে চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত সমন্বয় ও সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিজিটিএন

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর