রাশিয়া সীমান্তে সৈন্য সংখ্যা আরও বাড়িয়েছে : ন্যাটো প্রধান

আপডেট: February 16, 2022 |
print news

ইউক্রেন সীমান্তে অবস্থান করা কিছু সৈন্যকে প্রত্যাহার মঙ্গলবার করার ঘোষণা দেয় রাশিয়া। ক্রিমিয়া থেকে মহড়া শেষে সৈন্যরা ফিরে যাচ্ছে এমন একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে বুধবার ন্যাটো প্রধান দাবি করেছেন, রাশিয়া সীমান্তে উল্টো সৈন্য সংখ্যা আরও বাড়িয়েছে এবং আরও সৈন্য সীমান্তের দিকে আসছে।

ব্রাসেলসে ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এমন দাবি করেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ।

তিনি বলেন, রাশিয়া সৈন্য সরাচ্ছে কি না তা এখনো আমরা দেখিনি। আমরা যা দেখেছি সৈন্যর  সংখ্যা বাড়ানো হয়েছে এবং আরো সেনা পথে আছে।

ন্যাটো প্রধান সেনা প্রত্যাহারের বিষয়টি প্রমাণ দিতে রাশিয়ার কাছে অনুরোধ জানিয়েছেন।

তাছাড়া জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, রাশিয়া সীমান্তে সৈন্য ও ট্যাংক আনা নেওয়া করে থাকে। এটিকে সেনা প্রত্যাহার হিসেবে  ধরা যায় না।

এ ব্যপারে স্টলটেনবার্গ বলেন, যদি তারা সত্যিই সেনা প্রত্যাহার শুরু করে থাকে, তাহলে এটিকে আমরা স্বাগত জানাই।

রাশিয়া সব  সময় সৈন্য ও ট্যাংক মোতায়েন করে আবার নিয়ে যায়। তাই এটিকে (ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা) আমরা সৈন্যদের অবস্থান পরিবর্তন হিসেবেই ধরছি। এটিকে সৈন্য প্রত্যাহার বলা যায় না।

সূত্র: আল জাজিরা

 

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর