গোলার আঘাতে রাশিয়ার সীমানায় থাকা স্থাপনা ধ্বংস

আপডেট: February 21, 2022 |
print news

মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেন থেকে ছোড়া গোলার আঘাতে রাশিয়ার সীমানায় থাকা একটি স্থাপনা ধ্বংস হয়েছে। যেটি দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস ব্যবহার করত। খবর আল জাজিরার।

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার সীমান্তে কোনো ধরনের গোলা ছোড়েনি তারা।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বিবৃতি দিয়ে দাবি করেছে, দক্ষিণ-পূর্ব রোস্তভ প্রদেশে থাকা স্থাপনাটি ইউক্রেনের গোলাবর্ষণে পুরোপুরি ধসে পড়েছে। যেখানে হামলা চালানো হয়েছে সেখান থেকে ১৫০ মিটার দূরে ইউক্রেনের সীমান্ত।

বিবৃতিতে অবশ্য জানানো হয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু কি দিয়ে হামলা করা হয়েছে সেটি পরীক্ষা করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ওই স্থানে এসেছেন।

ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় একটি ছোট এক রুমের বিল্ডিয়ের ছাদ ও দেওয়াল ধসে পড়ে আছে। আর সেখানে পড়ে আছে রাশিয়ার পতাকা।

তবে ঘটনাটি সত্যি কিনা সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।

এদিকে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র বলে আসছে ইউক্রেনে হামলা করতে মিথ্যার আশ্রয় নেবে রাশিয়া।

যুক্তরাষ্ট্র থেকে পরিষ্কার করে বলা হয়েছে রাশিয়া দাবি করবে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। এরপর নিজেদের নিরাপত্তার অযুহাত দেখিয়ে ইউক্রেনে হামলা করবে তারা।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর