রুশ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আপডেট: February 24, 2022 |

যুদ্ধ যে পুরোদমে শুরু হয়ে গেছে তা এখন বলাই যায়। কারণ মাত্র কিছুক্ষণ আগে ইউক্রেনের সামরিক বাহিনী লুহানস্ক অঞ্চলে পাঁচটি রুশ বিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে পেন্টাগন বেলারুশ থেকে রাশিয়ান সৈন্যদের অনুপ্রবেশের খবরের উপর নজর রাখছে। সিএনএন সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে যে, সেনারা কেবল রাশিয়ান নাকি বেলারুশিয়ান ছিল তা স্পষ্ট নয়।

এর মধ্যে খারকিভের মেয়র ইগর তেরেখভ একটি ফেসবুক পোস্টে বলেছেন যে, “অনুগ্রহ করে আজ আপনার বাড়ি থেকে বের হবেন না। জটিল পরিস্থিতির কারণে, স্কুল, কিন্ডারগার্টেন এবং অন্যান্য প্রতিষ্ঠান আজ থেকে কাজ করবে না — যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়।”

অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দারা সেই শহর থেকে পালাতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে গাড়ির স্রো্তে একটি এক্সপ্রেসওয়েতে জানজটে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

সুত্র: সিএনএন, রয়র্টাস

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর