‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড শিক্ষায় মেধাবীদের স্বীকৃতি’

আপডেট: February 24, 2022 |
print news

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ডের মাধ্যমে সরকারি বেসরকারি স্নাতেকোত্তর শিক্ষায় মেধাবীদের স্বীকৃতি প্রদান করা হলো। জাতির পিতার আদর্শের ধারণা ছড়িয়ে দেওয়া এর অন্যতম লক্ষ্য।

মুজিব শতবর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচিত ১৩ মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শিক্ষামন্ত্রী জানান, অ্যাওয়ার্ডের জন্য মোট ১৩টি বিভাগ অধিক্ষেত্র নির্বাচন করা হয়। ৫৭৩ আবেদনের মধ্যে প্রাথমিকভাবে ৪২ জন বাছাই করা হয় মৌখিক সাক্ষাৎকারের জন্য। পরে ১৩টি অধিক্ষেত্রে ১৩ জন শিক্ষার্থীকে নির্বাচন করে এই অ্যাওয়ার্ডের জন্য।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর