দেশে একদিনে ১ কোটি ২০ লাখ টিকার রেকর্ড

আপডেট: February 27, 2022 |
print news

করোনা টিকার প্রথম ডোজের বিশেষ ক্যাম্পেইনে একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া রেকর্ডের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর মাধ্যমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেটকরা মানুষের মধ্যে প্রায় শতভাগ মানুষকে আমরা টিকা দিয়েছি। নতুন করে টিকা কর্মসূচির সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে।

করোনার টিকার প্রথম ডোজ দিতে বিশেষ ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্র টিকা প্রত্যাশী মানুষের উপচে পড়া ভিড় ছিল। উৎসাহী জনগণ করোনার প্রথম ডোজের টিকা নিতে সেই ভোর থেকে লম্বা লাইনে দাঁড়ান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর