পছন্দের সুরই মেলাবে দু’জন মানুষকে, বলছে সমীক্ষা

আপডেট: February 28, 2022 |

বতর্মান পৃথিবীতে একে অপরের সাথে সমস্যার শেষ নেই। যেকোন সময় ছোট-বড় বিষয়ে তিক্ততা বৃদ্ধি পেতে পারে একজনের সাথে অন্যজনের। তবে এমন সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়ার চেষ্টাও বহু দিনের।

ঠিক এমন সময় এক সমীক্ষা বলছে মানুষকে মানুষের সঙ্গে মেলাতে পারে পছন্দের গান। এমন তথ্য উঠে এল বিশ্বব্যাপী করা ওই সমীক্ষায়।

ছ’টি মহাদেশের ৫০টি দেশজুড়ে সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষের উপর করা একটি সমীক্ষা করা হয়েছে। সেখানে দেখা গেছে যে, একই ধরনের সঙ্গীত পছন্দ হলে তা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে বাঁধতে পারে মানুষকে।

এতে বোঝাই যায় গানের অশেষ ক্ষমতা। বিশেষ করে শান্তি ফিরিয়ে আনতেও রয়েছে এর ভূমিকা।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ডেভিড গ্রিনবার্গের নেতৃত্বে একটি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় দাবি করা হয়েছে যে, এক একটি বিশেষ ধরনের সঙ্গীত এক একটি নির্দিষ্ট ব্যক্তিচরিত্রের সঙ্গে বেশি খাপ খায়। বা অন্য ভাবে বললে, একই ধরনের ব্যক্তিত্বের মানুষেরা একই স্বাদের গান শোনেন এবং এর ফলে গানের স্বাদ অনুযায়ী তাদের মধ্যে অনেক সহজে সুসম্পর্ক গড়ে ওঠে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর