সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দুর্ঘটনা, হাসপাতালের বেডে কাঁচা বাদামখ্যাত গায়ক

আপডেট: March 1, 2022 |
print news

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। সম্প্রতি কেনা একটি গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বর্তমানে পশ্চিমবঙ্গের সিউড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ভুবন। তবে ভুবনের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে। এতে তার বুকে এবং মুখে আঘাত লেগেছে। ভুবনের বুকের এক্স-রে করানো হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লাখ টাকা টাকা দেওয়া হবে তাকে।

সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ভুবন ওই গাড়ি কিনেছিলেন বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর