অধিগ্রহণের আগে অগোচরে জমির ছবি তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর

আপডেট: March 2, 2022 |
print news

যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় সমস্যা জমি অধিগ্রহণ। ফলে প্রকল্প বাস্তবায়নে কোনো জমি অধিগ্রহণের আগে সবার অগোচরে সেই জমির ছবি তুলে রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি বৈঠকে চলতি অর্থবছরের জন্য ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার সংশোধিত এডিপির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ১ হাজার ৭৫৪ প্রকল্পে এ অর্থ ব্যয় হবে।

উন্নয়ন বাজেট অনুমোদন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নয়ন বাজেট চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এটাই চূড়ান্ত উন্নয়ন বাজেট। এর আগে আমরা শঙ্কায় ছিলাম। সব কিছু ছাপিয়ে শঙ্কা কাটিয়ে অনুমোদন দেয়া হয়েছে।

পরে ব্রিফিংয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রভাব পড়বে না বলে জানা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রভাব নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর