রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নাকচ করেছে চীন

আপডেট: March 3, 2022 |
print news

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নাকচ করেছে চীন। বেইজিং জানিয়েছে, তারা অন্য দেশগুলোর মত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং রাশিয়ার সাথে স্বাভাবিক বাণিজ্য চালিয়ে যাবে। খবর রয়টার্সের।

চীনের ব্যাংকিং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রধান গাও শুকিং বুধবার এ কথা বলেছেন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে গাও বলেন, চীন কখনো অন্য কোনো দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে বিশ্বাস করে না- বিশেষ করে তা যদি একতরফা হয়।

তিনি বলেন, ‘এ ব্যাপারে চীনের নীতি অবিচল। চীন রাশিয়ার বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ। রাশিয়ার অস্ত্র, জ্বালানি তেল, গ্যাস, কয়লা এবং খাদ্যশস্যের বড় ক্রেতা চীন।’ এদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইউরোপীয় অনেক দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর