চালে পোকা ধরলে দূর করবেন কী ভাবে?

সময়: 4:35 pm - April 20, 2022 | | পঠিত হয়েছে: 2 বার

বর্তমানে প্রায় সব বাড়িতেই সারামাসের বাজার একসঙ্গে সেরে রাখা হয়। বিশেষ করে চাল, ডাল, লবণ, তেলের যাতে কমতি না হয়, তার জন্য একসঙ্গে অনেকটাই কেনা হয়। আর তাতেই দেখা দেয় সমস্যা৷ মাঝেমাঝে চাল কেনার পর কয়েক দিনের মধ্যেই দেখা যায় তাতে পোকা হয়ে গেছে। আর সেই চাল যদি একটু পুরনো হয়, তবে তো কথাই নেই।

এক এক করে চালের পোকা দূর করা বেশ পরিশ্রমের কাজ৷ তাহলে উপায় কী? কী করে তাড়াবেন চালের পোকা? সাধারণ কয়েকটি উপায়েই চালের পোকা দূরে রাখা যায়। এর জন্য খুব খাটনিরও প্রয়োজন পড়ে না।

চলুন জেনে নেওয়া যাক, চালের পোকা তাড়ানোর সেরা উপায় – ১) তেজপাতা বা নিম পাতা চালের পোকা তাড়ানোর অন্যতম সেরা প্রতিকার এটি। তেজপাতা বা নিম পাতা চালের পাত্রে রাখতে পারেন। ডাল-সহ নিমপাতা দিয়ে রাখুন চালের মধ্যে, তাহলেই টানা কয়েক মাস নিশ্চিন্ত থাকা যাবে! আরও ভাল ফলাফলের জন্য একটি এয়ার টাইট পাত্রে চাল সংরক্ষণ করুন।

২) চালের পাত্রে কয়েকটা খোসা ছাড়ানো রসুন রেখে দিন। তবে রসুনগুলো শুকিয়ে গেলে অবশ্যই পরিবর্তন করে দেবেন।

৩) যদি চালে প্রচুর পরিমাণে পোকা ধরে যায়, তবে সূর্যের আলোয় চালগুলো মেলে দিন কিছুক্ষণ। প্রখর তাপে পোকা পালাবে।

৪) চালের মধ্যে কয়েকটি শুকনো মরিচ দিয়ে রাখতে পারেন, তাহলেই আর পোকা আসবে না। গোলমরিচও চালের পোকা দূর করতে পারে। এক মুঠো গোটা গোলমরিচ চাল রাখার জায়গায় দিয়ে রাখুন। পোকা ধারেকাছেও ঘেঁষবে না।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর