স্কুলে রুশ হামলা পরিকল্পিত, নিহত ৬০: জেলেনস্কি

আপডেট: May 9, 2022 |

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে একটি স্কুলে রাশিয়ার পরিকল্পিত বিমান হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

সংবাদমাধ্যম বিবিসি ও অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘শনিবার সন্ধ্যায় চালানো সেই হামলায় কমপক্ষে ৬০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।’

দেশটির প্রেসিডেন্টের ওয়েবসাইটে সংযুক্ত করা জেলেনস্কির ভাষণে বলা হয়েছে, নিহতদের সবাই বেসামরিক নাগরিক। রুশ বাহিনীর রকেট হামলা থেকে বাঁচতে স্কুলটির নিচতলায় আশ্রয় নিয়েছিলেন অন্তত ৯০ বেসামরিক নাগরিক। এদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা গেছে।

জেলেনস্কি বলেন, ‘স্কুলে চালানো এই হামলাটি পরিকল্পিত ছিল। দখলদারদের আরেকটি যুদ্ধাপরাধের উদাহরণ এটি।’
এদিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলার অভিযোগটি অস্বীকার করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিন। ক্রেমলিন জানিয়েছে, বেসামরিক নাগরিক হত্যা ও যুদ্ধাপরাধের সঙ্গে রুশ বাহিনী জড়িত নয়।

এর আগে রোববার হামলায় ৬০ জন নিহতের শঙ্কার কথা জানিয়েছেন লুহানস্কের গভর্নর সেরহিয় গাইদাই।

গভর্নর বলেন, ‘বিলোহরিভকার ওই স্কুলটিতে ৯০ জনের মতো বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় সময় শনিবার বিকেলে স্কুলটিতে বিমান হামলা চালায় রুশ বাহিনী। এতে গোটা স্কুল ভবনে আগুন ধরে যায়।’

তিনি আরও বলেন, ‘ধ্বংসস্তূপের নিচ থেকে দুটি মৃতদেহসহ ৩০ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন সাতজন। আশঙ্কা করা হচ্ছে, ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপাপড়া ৬০ জনই মারা গেছেন।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রুশ বাহিনীর এই হামলার ঘটনায় ইউক্রেন ও এর মিত্রদেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর