পঞ্চমবারের মতো লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এমবাপ্পে

আপডেট: May 14, 2024 |
boishakhinews 69
print news

 

চলতি মৌসুমে লিগ ওয়ানের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এখনো তাদের মৌসুম শেষ হয়নি। কিন্তু সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে শেষেই পিএসজি ছাড়বেন ফরাসি তারকা।

প্যারিসে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের অ্যাওয়ার্ড নাইটে এমবাপ্পের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। টানা পঞ্চমবারের মতো লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এমবাপ্পে। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ৪৪ গোল করেছেন তিনি। লিগ ওয়ানে ২৭টি।

এছাড়াও পুরস্কার জিতেছেন পিএসজির আরও দুজন। বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দলটির মিডফিল্ডার ওয়ারেন জেইর-এমেরি আর বর্ষসেরা গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা।

পিএসজি অধ্যায় শেষে এমবাপ্পে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত নয়। তবে জোর গুঞ্জন, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন ফরাসি তারকা। গণমাধ্যমের খবর অনুযায়ী, ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে অনেকটা পথ এগিয়েছেন এমবাপ্পে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি

Share Now

এই বিভাগের আরও খবর