বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

আপডেট: May 10, 2022 |
print news

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। দুটি পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। গতকাল সোমবার রাতে গুরুদাসপুর ও সিংড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রতন আলী ও মিলন হোসেন। তাদের দুজনের বাড়ি গুরুদাসপুরে।

গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সুজা দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবারসূত্রে জানা যায়, সোমবার রাতে গুরুদাসপুর উপজেলার হামলাইকোলা গ্রামের রতন আলী তার লিচুবাগানে বাতি জ্বালাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এর আগে একই উপজেলার মিলন হোসেন ধানকাটা মেশিন মেরামতের জন্য পাশের উপজেলা সিংড়ায় নিয়ে যান। সেখানে একটি ওয়ার্কশপে মেশিন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর