রাশিয়া-ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত কেউ চায় না: ক্রেমলিন

আপডেট: May 12, 2022 |
print news

সবাই রাশিয়া এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত এড়ানোর পক্ষে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার প্রতিবেশী দেশ ফিনল্যান্ডের ন্যাটো জোটের সদস্যপদের জন্য আবেদনের প্রসঙ্গে পেসকভ এই মন্তব্য করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ন্যাটো জোটের সদস্যপদের জন্য তার দেশের অবিলম্বে আবেদন করা উচিত মর্মে মত প্রকাশ করেন।

এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র বলেন, রাশিয়া-ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত হোক; তা কেইউ চায় না। ইউক্রেনে তাদের ‘বিশেষ অভিযানে’ কেউ যুক্ত হলে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।-সিএনএন

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর