বরগুনায় আগুনে পুড়ে ছাই শতাধিক দোকান, আহত ২০

আপডেট: May 18, 2022 |

বরগুনার পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের শুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌনে বারোটায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে রাত দুইটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বরগুনা ফায়ার সার্ভিসের ডিএডি জাহাঙ্গীর আহম্মেদ জানান, আগুনে শতাধিক দোকান পুরে ছাই হয়ে গেছে। মার্কেটের একটি পুরনো জালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বরগুনা সদর, আমতলী, পাথরঘাটা, বেতাগী এবং পটুয়াখালী ও মির্জাগঞ্জ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাতের বিষয়ে এবং আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে সঠিক সংখ্যা বলা যাবে।

এদিকে ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং শতাধিক দোকান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে তাদের ২০ জন আহত হয়েছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর