পরের নির্বাচনে রিপাবলিকানদের ভোট দেবেন মাস্ক

আপডেট: May 18, 2022 |

মার্কিন ধনকুবের টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের ভোট দেবেন তিনি। বুধবার রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।

এলন মাস্ক বলেন, নিজেকে তিনি সব সময় একজন মধ্যপন্থী রাজনীতির সমর্থক হিসেবে দেখেছেন; কখনো রিপাবলিকানদের সমর্থন করেননি। তবে আর তিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটদের সমর্থন করছেন না।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অনুষ্ঠান ভার্চুয়াল উপায়ে উপস্থাপনা করার সময় মাস্ক এসব কথা বলেন। এ সময় তিনি টুইটারের মালিক হলে সামাজিক যোগাযোগ মাধ্যমটি যে ‘ডানপন্থীদের হাতে চলে যাবে’- এমন আশঙ্কার কথাও উড়িয়ে দেন।

এলন মাস্ক বলেন, ‘আমি নিজেকে মধ্যপন্থী হিসেবে শ্রেণীবদ্ধ করব, রিপাবলিকান বা ডেমোক্র্যাট নয়। প্রকৃতপক্ষে, আমি ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটদের পক্ষে অপ্রতিরোধ্যভাবে ভোট দিয়েছি। আমি হয়ত কখনোই একজন রিপাবলিকানকে ভোট দিতাম না।’ তিনি বলেন, ‘এখন এই নির্বাচনে আমি তা করব।’

তার এ বক্তব্যে অট্টহাসিতে ফেঁটে পড়েন দর্শক-শ্রোতারা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর