রুশ আগ্রাসনে প্রায় ১০ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন

আপডেট: June 12, 2022 |

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের প্রায় ১০ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধের প্রথম ১০০ দিনে অর্থাৎ গত ৩ জুন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছেন, এমন এক প্রশ্নের জবাবে এ বিবরণ দেন ওলেক্সি। খবর বিবিসির।

জানা যায়, যুদ্ধে প্রতিদিন প্রায় ১০০ জন করে সেনা হারাচ্ছে ইউক্রেন। একইসাথে আহত হচ্ছেন আরও শতাধিক।

চলমান সংঘাতে রাশিয়ার ক্ষতির পরিমাণ ইউক্রেনের চেয়ে কয়েকগুণ বেশি। যুদ্ধে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেন ওলেক্সি। অন্যদিকে ব্রিটিশ গোয়েন্দাদের অনুমান, নিহত রুশ সেনার সংখ্যা ১৫ হাজারের বেশি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর