১৫ হাজার কর্মী নেবে গ্রিস

আপডেট: July 23, 2022 |
Boishakhinews24.net 343
print news

গ্রিসের পার্লামেন্ট বাংলাদেশ থেকে কর্মী নেয়ার জন্য একটি সমঝোতা চুক্তির অনুমোদন দিয়েছে। দেশটিতে পাঁচ বছরের জন্য ১৫ হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দেওয়ার কথা জানা গেছে।

বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কয়েবার আলোচনার পরে চলতি বছরে ৯ ফেব্রুয়ারি একটি চুক্তি হয়। পার্লামেন্টে অনুমতির অপেক্ষায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার চুক্তিটি এত দিন আটকে ছিলো। বুধবার গ্রিসের পার্লামেন্টে প্রস্তাবটি পাস হয়।

দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি টুইটে এ খবর নিশ্চিত করেছেন।

জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে’র তথ্য অনুযায়ী, গ্রিস সরকার প্রতি বছর কৃষিখাতে চার হাজার মৌসুমি কাজের ভিসা দেবে। আগামী পাঁচ বছরে সর্বমোট ১৫ হাজার বাংলাদেশিকে এই ভিসা দেয়া হবে। তারা বছরে নয় মাস গ্রিসে বসবাস ও কাজের সুযোগ পাবেন।

কৃষিখাতে ভিসা পাওয়া প্রত্যেক ব্যক্তিকে নয় মাস পর বাংলাদেশে ফেরত যেতে হবে, যা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার দায়বদ্ধ থাকবে। একজন ব্যক্তি এভাবে বছরে নয় মাস করে সর্বোচ্চ পাঁচ বছর গ্রিসে বৈধ অভিবাসী হিসেবে কাজ করতে পারবেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর