ভোলায় ট্রলার ডুবি, নিখোঁজ ৩

আপডেট: August 10, 2022 |
print news

ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার দুটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিন জেলে নিখোঁজ রয়েছেন।

আজ বুধবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢালচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সালাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৯ আগষ্ট) বঙ্গোপসাগরের শিবচর পয়েন্টে ট্রলার দুটি ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলার দুটির মালিক হলেন- চরফ্যাশন উপজেলার ইউসুফ মাঝি ও কালাম বাতান। এরমধ্যে কালাম বাতানের ট্রলারের সব জেলে জীবিত উদ্ধার হলেও ইউসুফ মাঝির ট্রলারের ১৩ জেলের মধ্যে ৩ জন নিখোঁজ রয়েছেন।

ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার বলেন, ঝড়ের কবলে গভীর সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলার ডুবে গেছে। তিন জেলে নিখোঁজ রয়েছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেদের উদ্ধার করতে কোস্টগার্ড বলা হয়েছে, তারা নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা করছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর