গাজীপুরে জমির ন্যায্য মুল্যের দাবীতে মানববন্ধন

সময়: 12:30 pm - September 21, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

গাজীপুরের কালিগঞ্জের মঠবাড়ী মৌঝায় বিদ্যুতের উপকেন্দ্রে অধিগ্রহনকৃত জমির ন্যায্য মুল্যের দাবীতে মানববন্ধন করেছে . ভুক্তভোগীরা ।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জানানো হয়, গাজীপুরের কালীগঞ্জের মঠবাড়ী মৌজায় Dhaka western Zone Transmission Grid Expansion project.শীর্ষক প্রকল্পে পূর্বাচলের ৪০০/২৩০ কেভি , বিদ্যুৎ উপকেন্দ্র নির্মানের নামে অধিগ্রহনকৃত ভূমির বর্তমান বাজার মূল্য অনুযায়ী “ন্যায্য মূল্য পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা । ”

ক্ষতিগ্রস্থ অধিগ্রহনকৃত ভূমির মালিকগন এবং এলাকাবাসী বর্তমান বাজার মূল্য ১২/১৫ গুন বেশিতে ক্রয় বিক্রয় করলেও কর্তৃপক্ষ বিগত ২০১৭-১৮ সালের সরকার কর্তৃক নির্ধারিত ভূমির গড় মূল্য অনুযায়ী ভূমি অধিগ্রহন করার কারনে সংক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষ হতে ,সুপ্রীম কোটে রীট মোকদ্দমা দায়ের করেন ।

হাইকোর্ট বগত ০৬ জুলাই ২০২২ ইং গাজীপুর জেলা প্রশাসককে সংক্ষুব্ধ ভূমি মালিকগনের দাবি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার আদেশ প্রদান করেন । জেলা প্রশাসকের পক্ষ হতে কোন ধরনের পদক্ষেপ গ্রহন না করায়, ক্ষতিগ্রস্থ ভূমি মালিকগন তাদের ন্যায্য দাবী বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ।

Share Now

এই বিভাগের আরও খবর