বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিন বয়ান করবেন যারা

আপডেট: January 21, 2023 |
5
print news

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কর্মসূচি। শনিবার (২১ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের আনুষ্ঠানিকতা।

দিনের শুরুতে মাওলানা ইয়াকুব ছিলানী নিজামুদ্দিন হিন্দি ভাষায় বয়ান করেন। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করে মাওলানা মনির বিন ইউসুফ।

বিষয়টি নিশ্চিত করে ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, বাদ জোহর বয়ান করবেন মাওলানা ওমর তুর্কি। বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ ও বাংলায় তরজমা করবেন মুফতি ওসামা ইসলাম। তিনি আরও বলেন, বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার নিজামুদ্দিন, বাংলায় তরজমা করবেন, মুফতি জিয়া বিন কাসিম।

আগামীকাল রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। যা ১৫ তারিখ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

Share Now

এই বিভাগের আরও খবর