ওয়াগনার গ্রুপকে ‘আন্তঃদেশীয় অপরাধী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করবে যুক্তরাষ্ট্র

আপডেট: January 21, 2023 |

রাশিয়ার ভাড়াটে সৈন্যদল ওয়াগনার গ্রুপকে ‘আন্তঃদেশীয় অপরাধী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, ওয়াগনার গ্রুপ ও এটিকে সহায়তা দেওয়া নেটওয়ার্কের ওপর সামনের সপ্তাহে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ওয়াগনার গ্রুপ ইউক্রেন ও অন্যত্র নৃশংসতা চালাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। বর্তমানে ইউক্রেনে গ্রুপটির প্রায় ৫০ হাজার ভাড়াটে সেনা রয়েছে।

নতুন করে ওয়াগনার গ্রুপকে কালো তালিকাভুক্ত করা হলে সংগঠনটির ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে মার্কিন প্রশাসন।
এর আগে সিরিয়া, লিবিয়া ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ অন্যান্য দেশে কাজ করেছে ওয়াগনার গ্রুপ।

জন কিরবি জানান, ওয়াগনার গ্রুপ রাশিয়ার নিয়মিত সামরিক বাহিনীর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ধারণা, রুশ কর্মকর্তা ও গ্রুপটির বিতর্কিত প্রতিষ্ঠাতা ইয়োজিনি প্রিবুওশনের মধ্যে ‘উত্তেজনা বাড়ছে’। ইয়োজিনি প্রিবুওশন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত।

ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এর আগে গত বছর ইউরোপীয় ইউনিয়ন তুলেছিল। ইইউর অভিযোগ ছিল, মস্কোর হয়ে ওয়াগনার গ্রুপ চোরাগোপ্তা অভিযান চালাচ্ছে।
সূত্র: বিবিসি

 

Share Now

এই বিভাগের আরও খবর