নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল জবি ছাত্রলীগ

আপডেট: January 22, 2023 |

মো.আরিফ হোসাইন, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাখা ছাত্রলীগ।

রোববার (২২ই জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। এদিন বিভিন্ন আনুষ্ঠানিকতা, আনন্দ মিছিল ও সবার সাথে পরিচয়ের মাধ্যমে নবীনদের বরণ করে নেয় দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী নবীনদের ঘিরে নানা পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আমরা চাই আমাদের নবীন শিক্ষার্থীরা তাদের অন্তরের মধ্যে মুজিব আদর্শ ধারণ করুক।

আমরা ক্যাম্পাস জুড়ে মুজিব আদর্শ ছড়িয়ে দিতে বিভিন্ন সমাবেশ এবং বই বিতরণ করেছি এবং এই কার্যক্রম ভবিষ্যতেও চলবে।’

তিনি আরো বলেন, ‘এই নবীদের হাত ধরেই একদিন বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে স্থান করে নিবে।’

জগনাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, ‘ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে নবীনদের বরণ করে নিয়েছি।

আমরা আশা করি এই নবীন শিক্ষার্থীদের হাত ধরে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ক্যাম্পাসে সুন্দর পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর।

Share Now

এই বিভাগের আরও খবর