‘চেয়ারে পা তুলে বসা’ নিয়ে শাবিতে ছাত্রলীগের মারামারি

আপডেট: January 26, 2023 |

শিব্বির আহমদ ওসমানী, সিলেট প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন নয়াবাজার এলাকায় দোকানে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসা নিয়ে ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রিশাদ ঠাকুর ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রব নাঈমের কথা কাটাকাটির একপর্যায়ে রিশাদ ঠাকুর প্রথমে নাঈমের গায়ে হাত তোলে।

এরপর তাদের মধ্যে মারামারি হলে রিশাদ ঠাকুর আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিষয়টি সমাধান করতে গিয়ে নাঈমকে মারধর করেন ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সম্পাদক সুমন মিয়া গ্রুপের অনুসারী ইংরেজি বিভাগের রিশাদ ঠাকুর, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইফতেখার আহমেদ রানা ও বাংলা বিভাগের ইউসুফ আহমেদ টিটুসহ আরও কয়েকজন।

এ সময় স্টাম্পের আঘাতে আব্দুর রব নাঈমের মাথা ফেটে যায় বলে জানা যায়। এরপর তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং পরবর্তীতে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর