সিলেটে সাবেক ছাত্রলীগ কর্মীকে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ

আপডেট: January 26, 2023 |
inbound8836508974211836966
print news

সিলেট প্রতিনিধি: সিলেটে বাবলু মিয়া (৩২) নামে ছাত্রলীগের সাবেক এক কর্মীকে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাবলুকে গুরুতর আহত অবস্থায় কে বা কারা ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

এসময় তারা বাবলু সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন। তবে বাবলুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

নিহত যুবক সিলেট মহানগরের আখালিয়া এলাকার ধানুকাটারপাড় গ্রামের সিকন্দর মিয়ার ছেলে। বাবলুর পরিবারিক সূত্র জানায়, তিনি ছাত্রলীগ কর্মী ছিলেন। তবে এখন তিনি খামার ব্যবসা করতেন।

বাবলুর লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাবলুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর