বগুড়ায় শ্বশুরের স্বাক্ষর জাল করার মামলায় জামাই গ্রেফতার

আপডেট: January 28, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুরের স্বাক্ষর জাল করার মামলায় জামাই গেলেন কারাগারে।

শুক্রবার(২৭জানুয়ারি)দিবাগত রাতে শ্বশুরে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত জামাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাধীন খালিশ্বর গ্রামের আবু বক্কর ছিদ্দিক ছেলে ও একাই এলাকার বাবুল হোসেনের জামাই।

দুপচাঁচিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খালিশ্বর গ্রামের বাবুল হোসেন গত ২০১৮ সালে দুপচাঁচিয়া থানা এলাকায় দোকান ঘর চুক্তিনামায় তার জামাই জাল স্বাক্ষর করে।

এ বিষয়ে শ্বশুর বাবুল হোসেন জামাই আব্দুল ওহাবের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

আদালত জাল স্বাক্ষর করার অভিযোগটি আমলে নিয়ে পুলিশ বুর‍্যো অব ইনভেস্টিগেশন( পিটিআই) কে তদন্তে নির্দেশ দেন। তদন্ত শেষে পিটিআই আদালতে রিপোর্ট দাখিল করেন।

আদালত তদন্তের ওই রিপোর্টর পরী পরীপ্রেক্ষিতে আব্দুল ওহাবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর ভিত্তিতে থানা পুলিশ শুক্রবার রাতে জামই আব্দুল ওহাবকে গ্রেফতার করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, শ্বশুরের স্বাক্ষর জাল করার মামলায় জামাইকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে আসামি আব্দুল ওহাবকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর