তুরস্কের ভূমিকম্প নিয়ে আগাম টুইট ডাচ গবেষকের

আপডেট: February 6, 2023 |

সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। সাইপ্রাস দ্বীপ, কায়রো এবং মিসর পর্যন্ত সেই ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু আজকের মারাত্মক ভূমিকম্প সম্পর্কে ফ্র্যাংক হুগারবিটস নামে সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভের (এসএসজিইওএস) একজন ডাচ গবেষক গত ৩ ফেব্রুয়ারি টুইটারে পোস্ট করেছিলেন।

তিন দিন আগে ফ্র্যাংক হুগারবিটস লিখেছিলেন, ‘শীঘ্রই বা পরে এই অঞ্চলে (দক্ষিণ-মধ্য তুরস্ক, জর্দান, সিরিয়া, লেবানন) ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হবে।’
শুধু তা-ই নয়, তিনি মধ্য তুরস্ক এবং আশেপাশের অঞ্চলে ভূমিকম্প-পরবর্তী শক্তিশালী কম্পনের কথাও বলেছিলেন। টুইট করার কয়েক ঘণ্টা পর তার সেই টুইটও সত্য হয়। তুরস্ক ও সিরিয়ায় সোমবার দুপুরে ফের ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

টুইটে তিনি লিখেছেন, ‘মধ্য তুরস্ক এবং আশপাশের অঞ্চলে ভূমিকম্প-পরবর্তী শক্তিশালী কম্পনের জন্য অপেক্ষা করুন। একটি বড় ভূমিকম্পের পরে আফটার শকগুলো সাধারণত কিছুক্ষণ চলতে থাকে।’

Share Now

এই বিভাগের আরও খবর