তুরস্কে নিহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে, ফের ভুমিকম্পের আঘাত

আপডেট: February 6, 2023 |

সোমবার দুপুরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, আগের ভূমিকম্পে ওই অঞ্চলে ১৩০০ জনেরও বেশি মানুষ মারা যাওয়ার কয়েক ঘণ্টা পর নতুন এই ভূমিকম্পটি আঘাত হানে।

অগভীর ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ২৪ মিনিটে একিনোজু শহরের চার কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে আঘাত হানে।

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে

এর আগে সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্কে এখন পর্যন্ত ৯১২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। আর সিরিয়ায় নিহতের সংখ্যা ৩২৬ বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। এ ছাড়া তুর্কিপন্থী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার একটি অঞ্চলে কমপক্ষে ১৪৭ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। সূত্র : এএফপি

Share Now

এই বিভাগের আরও খবর