পিরোজপুরে আদালত থেকে পালাল হত্যা মামলার আসামি

আপডেট: December 3, 2018 |

পিরোজপুরের আদালত থেকে পালিয়েছে আমানউল্লাহ খান (২০) নামে হত্যা মামলার এক আসামি। সোমবার জেলা আদালতের এজলাস থেকে কোর্ট হাজতখানায় নেয়ার পথে পুলিশের হ্যান্ডকাপ খুলে সে পালিয়ে যায়। এঘটনায় কোর্ট পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পলাতক আমানউল্লাহ জেলার কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামের ইউনূস খানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামে আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাহফুজুর রহমান নিহত হয়। এঘটনায় পরের দিন নিহতের ভাই আল আমীন বাদী হয়ে কাউখালী থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং ৪ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ আমানউল্লাহকে গ্রেফতার করে এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে হত্যার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করেন। 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, এঘটনায় আদালতের দায়িত্ব থাকা তিন কোর্ট পুলিশকে প্রত্যাহার করা হয়েছে এবং পলাতক আসামি আমানউল্লাহ খানকে গ্রেফতারের জন্য সাড়াঁশি অভিযান চালাচ্ছে পুলিশ। 

Share Now

এই বিভাগের আরও খবর