নাটোরে অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার সম্পদ ভস্মীভূত
আপডেট: December 5, 2018
|
নাটোরের বড়াইগ্রামে অগ্নিকান্ডে চার লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার ভবানীপুর গ্রামের (পশ্চিমপাড়া) আব্বাস আলী ব্যাপারীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বুধবার ভোর চারটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
বাড়ির মালিক আব্বাস আলী জানান, ভোররাতে ঘরে আগুন লাগে। দ্রুত আগুন পাশাপাশি তিনটি টিনসের ঘরেই ছড়িয়ে পড়ে। এতে তিনটি শয়নকক্ষে থাকা ধান, চাল, রসুন, পিঁয়াজ, টিভি, ফ্রিজ, খাট, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, লেপ-তোষক ইত্যাদি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে প্রতিবেশী সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে।