স্মার্টফোনে এডিসন গ্রুপের মেগা ক্যাশব্যাক অফার
আপডেট: December 7, 2018
|
স্মার্টফোনে ক্যাশব্যাক দিচ্ছে সিম্ফনি এবং হ্যালিও মোবাইল। নির্দিষ্ট তিনটি মডেলের স্মার্টফোন কিনে থাকছে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। এছাড়াও এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হ্যালিও তে আছে ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত।
এডিসন গ্রুপ থেকে জানা যায়, সিম্ফনির প্রথম ফুল ভিশন ডিসপ্লের হ্যান্ডসেট Z10 এ পাওয়া যবে ১ হাজার ৫০০ টাকা, বিগ ব্যাটারির হ্যান্ডসেট P11 এ থাকছে ১ হাজার টাকা , থ্রি ডি সাউন্ড এবং ডুয়াল স্পিকার এর হ্যান্ডসেট i75 এ ৫০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।
এছাড়াও এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হ্যালিও S60 তে থাকছে ২ হাজার টাকা ছাড়। সিম্ফনির যে কোন আউটলেট থেকে হ্যান্ডসেট কিনলে এই ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে।