দারাজে ৭৭% মূল্যছাড়
আপডেট: December 7, 2018
|
বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) আয়োজন করেছে বছরের শেষ ক্যাম্পেইন দারাজ ১২.১২ সেল।
১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অনলাইন সেল চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। যাতে ৭ তারিখ আনলক হলো ৭৭% পর্যন্ত মূল্যছাড় এবং অন্যান্য আকর্ষণীয় ডিল।
ইভেন্টটিতে দারাজের সাথে গোল্ড পার্টনার হিসেবে আছে ডেটল, ডিউরেক্স ও ভিশন ইলেক্ট্রনিক্স। সঙ্গে সিলভার পার্টনার হিসেবে রয়েছে ভিট, হারপিক, গার্নিয়ার ও প্যারাসুট।
আর ১২.১২ সেল এর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ঢাকা এফএম, ক্যানভাস ও বিডি২৪লাইভ।