ঢাকা-১৭ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন নায়ক ফারুক

আপডেট: December 7, 2018 |

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনেয়ানয়ন পেয়েছেন আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক)। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অন্যান্য চূড়ান্ত প্রার্থীদের সাথে বরেণ্য এই চলচ্চিত্র অভিনেতার হাতেও চিঠি তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য (এমপি) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ।

এর আগে, গাজীপুর-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়ক ফারুক। তবে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমানে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

নায়ক ফারুক স্কুলজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৬৬ সালে ছয়দফা আন্দোলনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর