শ্রদ্ধার অর্ঘ্যে জম্মবার্ষিকীতে বঙ্গবন্ধুকে স্মরণ

আপডেট: March 17, 2023 |
Boishakhinews24.net 319
print news

সিলেট প্রতিনিধি: সিলেটে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে সিলেটের সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার সকাল ৯টায় সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

পরে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এরপর একে একে জেলা প্রশাসন, এসএমপি ও জেলা পুলিশ, মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ, সকল সংগঠনে শীর্ষ নেতৃবৃন্দ ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগ নানা সংগঠন ও প্রতিষ্ঠান।

সকাল ৯.৩০ টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়,র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।

Share Now

এই বিভাগের আরও খবর