রাজাপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেট: March 20, 2023 |
inbound1134145257460467306
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে উফশি আউশ চাষে প্রণোদনার লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রায়ানিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি অফিস প্রঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান উপস্থিত থেকে বিতরণের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন প্রমূখ।

উপজেলা ছয় ইউনিয়ন থেকে মোট ৬০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিঘা প্রতি জমিতে বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি হারে সহায়তা প্রদান করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর