স্বাধীনতা দিবসে এমপি প্রার্থী ঘোষণা দিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন

আপডেট: March 26, 2023 |
inbound3179951211243802142
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে অত্যন্ত ভাব গাম্ভীর্যের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচি হাতে নেওয়া হয়।

দিবসটি পালনে দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন তপধধনী স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এক মিনিট নীরবতা ও শহীদদের আত্মার মাগফেরাতের দোয়া শেষে গুরুদাসপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্যারেড গ্রাউন্ডে বক্তৃতা কালে নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী (এমপি) হিসাবে ঘোষণা করেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট চান আওয়ামী লীগের এই তরুণ নেতা।

এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী রায়, গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার লিপি।

এছাড়াও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিন মাস্টার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম সরকার সহ সরকারি বেসরকারি কর্মচারী গণমাধ্যম কর্মী মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সামাজিক সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। এবং নৌকার হাল ধরতে চাই আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুদাসপুর উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া উন্নয়ন প্রকল্প গুলো তার বক্তব্যে তুলে ধরেন এবং বলেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই এইজন্য তিনি উপস্থিত সকলের কাছে দোয়া ও সহযোগিতা সহ বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভাসিত হয়ে দেশ ও জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর