শৈলকুপায় ৩ কৃষকের ফসলের সাথে শত্রুতা

আপডেট: March 29, 2023 |
aaa 1
print news

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহ শৈলকুপায় শত্রুতাবশত টুটুল হোসেনের ১ বিঘা ও ইসরায়েল হোসেনের ১০ কাঠা তামাক এবং বিল্লাল হোসেনের ১০ কাঠা জমির কলা গাছ কেটে সাবাড় করেছে।

বুধবার দিবাগত রাতে কে বা কারা এতে মির্জাপুর ইউনিয়নের যুগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটায়। এতে তাদের প্রায় ২ লক্ষধিক টাকা ক্ষতি হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ক্ষতিগ্রস্থ বিল্লাল হোসেন জানান, বুধবার সকালে খবর পাই। তার ১০ কাটা জমির কলা গাছ কারা যেনো কেটে দিয়েছে। পরে সত্যতা জানার জন্য মাঠে গিয়ে দেখেন তার প্রায় ১০০ কলা গাছ কাটা অবস্থায় পড়ে আছে। এতে তার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ তামাক চাষী ইসরায়েল হোসেন জানান, সকালে মাঠে গিয়ে দেখেন তার ১০ কাঠা জমির তামাক কে বা কারা রাতের আধারে কেটে দিয়েছে। তিনি আরো জানান, পাশের ক্ষেতে থাকা টুটুল হোসেনের ১ বিঘা জমির তামাকও কেটে দেওয়া হয়েছে । এতে করে তাদের দুই জনের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
টুটুল হোসেন বলেন, জমি লিজ নিয়ে অনেক টাকা ধার দেনা করে তামাক লাগান তিনি। এখন পথে বসা ছাড়া আমার আর কোন উপায় নেই। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

রামচন্দ্রপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ পরিদর্শন করা হয়েছে। ঘটনার সত্যতা মিলেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর