কাঁঠালিয়ায় সারে তিন হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট: March 31, 2023 |
inbound105889528171504144
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় ৩ হাজার ৫ শত ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩১মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম সজল (৩০) উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছোট ছেলে।

ব্যবসায়ীর বসত ঘরে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুরাদ আলী জানান, আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আমাদের মাদকের অভিযান চলমান রয়েছে এবং কাঠালিয়া থানাকে মাদকমুক্ত করার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি।

Share Now

এই বিভাগের আরও খবর