সিংগাইরে বৃদ্ধার মৃত্যু নিয়ে ধুম্রজাল

আপডেট: March 31, 2023 |
ছবি 7
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :  প্রবাসী ছেলের বউয়ের সাথে ঝগড়া করে টানা ৪ দিন বাড়ীতে ভাত না খেয়ে রহস্যজনকভাবে  মারা গেলেন ৮০ বছরের বৃদ্ধা হাফিজা।

বৃহস্পতিবার (৩০ মার্চ ) রাত ১০টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী ও ১ পুত্র সন্তানের জননী। মৃত্যুটি রহস্যজনক হলেও শুক্রবার (৩১মার্চ) ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

বৃদ্ধার মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একটি সূত্রমতে, প্রবাসী ছেলের স্ত্রী পানোয়ারার অত্যাচারে অতিষ্ট হয়ে  ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে মারা গেছেন বৃদ্ধা।

এদিকে, তার একমাত্র প্রবাসী ছেলের স্ত্রী পানোয়ারা এ অভিযোগ অস্বীকার করে বলেন, ইফতারের পর খালি পেটে ওষুধ খাওয়ার কারণে অতিরিক্ত বমি করার পর তার মৃত্যু হয়।

শুক্রবার সরেজমিন নিহত হাফেজার বাড়ীতে গিয়ে দেখা যায়, সে একটি একচালা টিনের ঘরে একা থাকতেন ।

বয়সের ভারে ন্যুয়ে পড়ায় পরিবারের বোঝা হওয়ায় তাকে আলাদা করে রাখা হতো। স্থানীয় বাসিন্দারা জানান, অনেকটা অযত্ন-অবহেলার শিকার ছিলেন ওই বৃদ্ধা ।

এদিকে,একমাত্র ছেলে ফারুক হোসেন প্রবাসী হওয়ায় তার কোন খোঁজ- খবর রাখার মত তেমন কেউ ছিলেন না।

ছেলের বউয়ের সাথে প্রতিনিয়ত ঝগড়া-ঝাটি লেগেই থাকতো । বৃদ্ধা তার সৎ ভাইয়ের ছেলে ফারুক ড্রাইভারের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন।

ঘটনার দিন ইফতারপূর্ব মূহুর্তে  ওই বাড়িতে গিয়ে ইফতার করে  সেহরি খাওয়ার জন্য খাবার নিয়ে বাড়ি ফিরেন বৃদ্ধা। পরক্ষণেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

ফারুক ড্রাইভারের স্ত্রী জুলেখা বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে কয়েক দিন ধরে বাড়িতে খাবার খায় না সে। ওই দিন এসে ইফতার শেষে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায়।

পড়ে শুনলাম বিষ খেয়ে মারা গেছে। জুলেখার পাশে দাঁড়িয়ে থাকা একটি শিশু জানায়, সে ইঁদুর মারার বিষ খেয়েছিলো।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, মৃত্যুর আগে হাফিজার বমি হয়। পুলিশ আসার আগেই সে বমির ময়লাগুলো পরিস্কার করে ফেলা হয়।

যে কারণে তার মৃত্যু নিয়ে এলাকাবাসির মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।

স্থানীয় মোহনা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেন, বৃদ্ধা হার্টফেল করে মারা গেছেন। শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার শান্তিপুর (বাঘুলি) পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, ইফতারের পর বৃদ্ধা নাপা এক্সট্রা, সিনামিন ও সাথে এলার্জির ট্যাবলেট খাওয়ায় বমি হয়ে এক পর্যায়ে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়। এ মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ নেই।

 

Share Now

এই বিভাগের আরও খবর