ওমরাহ পালন কালে বড় অংকের টাকা এবং গহনা বহন না করার নির্দেশ

আপডেট: April 2, 2023 |
Boishakhinews24.net 20
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: সৌদি আরবের হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়, ওমরাহ পালনের জন্য আসা যাত্রীদের ওমরাহ পালনের সময় বিপুল পরিমাণ অর্থ ও গহনা বহন এড়াতে পরামর্শ দিয়েছে।

শনিবার(১ এপ্রিল) প্রকাশিত সৌদি গেজেট সূত্রে বলা হয়, ওমরাহ যাত্রীদের ৬০,০০০ সৌদি রিয়াল এর বেশি ক্যাশ বহন না করার পরামর্শ দিয়েছেন মন্ত্রণালয়। পাশাপাশি সোনা অথবা রূপার বস্তু সেই সাথে সাধারণ মূল্যবান পাথর এবং ধাতু সাথে না রেখে ওমরাহ পালনের পরামর্শ দেয়া হয়েছে।

ওমরাহ যাত্রীদের আর্থিক লেনদেনের সময় প্রতারণার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রণালয়, এছাড়া ওমরাহ পালনের জন্য আসা যাত্রীদের সরকারী ওয়েব সাইট থেকে ব্যাঙ্ক অ্যাপস ডাউনলোড করার আহ্বান জানিয়েছে। তীর্থযাত্রীদের তাদের ব্যাঙ্ক কার্ডের তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

সন্দেহজনক লিঙ্কে অর্থ স্থানান্তর করা উচিত নয় এবং অর্থ প্রদানের আগে ইলেকট্রনিক লিঙ্কগুলির নির্ভরযোগ্যতা পরীক্ষা করা উচিত। সৌদি হজ্জ এবং ওমরাহ মন্ত্রণালয় অজানা লিঙ্ক এবং বার্তা উপেক্ষা করার জন্য হজ্জ যাত্রীদের আহ্বান জানিয়েছে।

যে কোন আর্থিক জালিয়াতি বা জালিয়াতির সন্দেহ প্রকাশের ক্ষেত্রে, হজযাত্রীদের অবশ্যই ব্যাংক এবং উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়াও, সন্দেহজনক বা প্রতারণামূলক যে কোন বার্তা বা এস এম এস (৩৩০৩৩০) এই নাম্বারে পাঠাতে বলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর