রাশিয়া আইএসের চেয়েও খারাপ: ইউক্রেন

আপডেট: April 13, 2023 |

টানা ১৩ মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। রুশ কর্মকাণ্ডে ক্ষুব্ধ ইউক্রেন অতীতে অনেকবারই রাশিয়ার কঠোর সমালোচনা করেছে। এমনকি রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রেরও তকমাও দিয়েছে দেশটি।

আর এবার রাশিয়াকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চেয়েও খারাপ বলে অভিহিত করেছে ইউক্রেন। ইউক্রেনের যুদ্ধবন্দি এক সেনাকে শিরচ্ছেদ করে নির্মমভাবে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশটি এই মন্তব্য করল।

বুধবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার সামরিক বাহিনীর নিন্দা করেছেন। ওই ভিডিওতে ইউক্রেনীয় এক বন্দিকে ছুরি দিয়ে শিরশ্ছেদ করা হচ্ছে বলে দেখানো হয়েছে।

অবশ্য অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়া ওই ভিডিওটির সত্যতা আল জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ভাইরাল ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ইউনিফর্ম পরা এক ব্যক্তি ইউক্রেনের সৈন্যদের ব্যবহৃত হলুদ আর্ম ব্যান্ড পরিহিত এক ব্যক্তির শিরশ্ছেদ করছেন। ভিডিওটি অত্যন্ত ঝাপসা এবং শুরুতে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তাতে বোঝা যায়- আক্রমণ শুরু হওয়ার সময় ভুক্তভোগী ওই ব্যক্তি তখনও বেঁচে ছিলেন।

ক্রেমলিন এই ভিডিওটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে এবং এর সত্যতা যাচাই করা দরকার বলে জানিয়েছে। অবশ্য সংঘাতের সময় রুশ সেনাদের নৃশংসতা চালানোর অভিযোগ অতীতে বরাবরই অস্বীকার করে এসেছে মস্কো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘(এই ভিডিওতে) এমন কিছু আছে যা বিশ্বের কেউ উপেক্ষা করতে পারে না: এই জানোয়াররা কত সহজে (মানুষকে) হত্যা করে। আমরা কিছুই ভুলব না। আমরাও খুনিদের ক্ষমা করব না। সবকিছুর আইনি দায় থাকবে। সন্ত্রাসের পরাজয় প্রয়োজন।’

অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এই ভিডিওটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে উল্লেখ করে টুইটারে তিনি লিখেছেন, ‘আইএসআইএসের চেয়েও খারাপ রাশিয়া বর্তমানে ইউএনএসসিতে সভাপতিত্ব করছে, এটি অযৌক্তিক।’

তিনি আরও বলেন, ‘রুশ সন্ত্রাসীদের অবশ্যই ইউক্রেন ও জাতিসংঘ থেকে বের করে দিতে হবে এবং তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।’

প্রসঙ্গত, ২০১৪-২০১৭ সাল পর্যন্ত ইরাক ও সিরিয়ার বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করার সময় বন্দিদের শিরচ্ছেদের ভিডিও প্রকাশ করার জন্য কুখ্যাত ছিল আইএসআইএস (আইএসআইএল)।

এদিকে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (এসবিইউ) বলেছে, তারা সন্দেহভাজন যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে। সংস্থাটি টেলিগ্রামে লেখা এক বার্তায় জানায়, ‘গতকাল ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাশিয়ান দখলদাররা কীভাবে তাদের পশুত্বপূর্ণ প্রকৃতি দেখাচ্ছে, তা উঠে এসেছে। ভিডিওতে দেখা গেছে, এক ইউক্রেনীয় বন্দিকে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হচ্ছে এবং তার মাথা কেটে দেওয়া হয়েছে।’

অবশ্য যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ইইউ মুখপাত্র নাবিলা মাসরালি বলেছেন, ‘অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই। এটা যদি সত্য বলে নিশ্চিত করা হয়, তাহলে তা হবে রাশিয়ান আগ্রাসনের অমানবিক প্রকৃতি সম্পর্কে আরও একটি নৃশংস উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধের সাথে জড়িত রাশিয়ার সকল অপরাধী এবং যুদ্ধাপরাধের সহযোগীদের জবাবদিহি করার জন্য দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে ইইউ।’

Share Now

এই বিভাগের আরও খবর