শিমুলিয়া ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে ছেড়ে গেলো ২ টি ফেরি

আপডেট: April 18, 2023 |

মাদারীপুর প্রতিনিধিঃ পদ্মাসেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় ঈদকে সামনে রেখে যাত্রী ভোগান্তি কমানোর লক্ষে শিমুলিয়া ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে ২ টি ফেরি ছেড়ে গিয়াছে।

আজ সকাল ৭ টার দিকে শিমুলিয়া ঘাট থেকে মাঝির কান্দি ঘাটের উদ্দেশ্যে ১৬৯ টি মোটরসাইকেল নিয়ে ফেরি কলমিলতা এবং সকাল ৯টার দিকে ৮৭ টি মোটরসাইকেল নিয়ে ফেরি কুঞ্জলতা ছেড়ে যায়।

ঈদের মূল ছুটি আগামীকাল থেকে শুরু হলেও দুর্ভোগ এড়াতে একদিন আগে থেকে নারীর টানে বাড়ি ফেরা মানুষের ঢল ছিলো চোখে পড়ার মতো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন এর ব্যবস্থাপক এস.এম আতিকুজ্জামান বলেন, আজ সকাল ৭ টার দিকে১৬৯ টি এবং ৯ টার দিকে ৮৭ টি ফোরি নিয়ে ২ টি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে যায়।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ( বানিজ্য) জামাল হোসেন বলেন, ২ টি ফেরি দিয়ে আপাতত মোটরসাইকেল পার করা হলেও চাপ বাড়লে ফেরির সংখ্যা আরো বাড়ানো হবে।

তিনি আরো বলেন, শিমুলিয়ায় মোট ৪ টি ঘাট থাকলেও মোটরসাইকেল পারাপারে ভিআইপি অর্থাৎ ৪ নং ফেরিঘাটটি ব্যবহার করা হবে। ফেরিতে মোটরসাইকেল এর জন্য ১৫০ টাকা এবং যাত্রীদের জন্য ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর