চলতি সপ্তাহে আবারও তাপপ্রবাহের আশঙ্কা

আপডেট: May 13, 2024 |
inbound2189755449591440009
print news

চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ কমে বাড়তে পারে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আবারও বয়ে যেতে পারে তাপপ্রবাহ।

একইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা পরবর্তী ৭২ ঘণ্টায় আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৩ মে) সকাল পৌনে ১০টায় সংবাদমাধ্যমকেত এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে।

তারপর হয়ত এটি (তাপপ্রবাহ) বিক্ষিপ্তভাবে আসতে পারে।

তবে গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা আরও বাড়তে পারে।

অপরদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

তবে এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর