দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

আপডেট: April 30, 2023 |
Boishakhinews24.net 369
print news

চলতি মৌসুমে সব ম্যাচেই অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। এবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা খোয়ানো একপ্রকার সময়ের ব্যাপার মাত্র।

লিগের সবশেষ ম্যাচে পুচকে জিরোনার বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছিল রিয়াল। তবে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। করিম বেনজেমার হ্যাটট্রিকে আলমেরিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তি শিষ্যরা।

শনিবার (২৯ এপ্রিল) লা লিগার ৩২তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ-আলমেরিয়া। ফরাসি স্ট্রাইকার বেনজেমার হ্যাটট্রিকের সঙ্গে অন্য গোলটি করেন রদ্রিগো। আলমেরিয়ার পক্ষে ব্যবধান কমানো গোল দুটি করেন ল্যাজারো ও রবার্তনে।

জিরোনার বিপক্ষে পরাজয়ের হতাশা পেছনে ফেলে ভিনিসিয়াস-বেনজেমা জুটিতে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে বেনজেমাকে খুঁজে নেন ভিনিসিয়াস। সেখান থেকে অনায়াসে বল জালে জড়ান ফরাসি তারকা।

এদিন একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি রিয়াল। ম্যাচের সপ্তদশ মিনিটে আক্রমণের সুফল আবারও পেয়ে যায় স্বাগতিকরা। গোল ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা।

এরপর ম্যাচের ৪২তম মিনিটে সফল স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। এই নিয়ে চলতি মৌসুমে তৃতীয় হ্যাটট্রিক করলেন বেনজেমা। যার সবগুলো হ্যাটট্রিকই চলতি এপ্রিল মাসের করা।

বেনজেমার হ্যাটট্রিকের পর বিরতির ঠিক আগ মুহূর্তে গোল ব্যবধান কমায় আলমেরিয়া। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লাজারো জালের ঠিকানা খুঁজে নেন।

বিরতির পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ফের তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দানি সেবাইয়োসের পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন রদ্রিগো।

পরে যদিও ৬১তম মিনিটে নিজেদের ভুলের খেসারত দিয়ে আরেকটি গোল হজম করতে হয় স্বাগতিকদের। এরপর আরও বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হলেও গোল করতে পারেনি রিয়াল। অন্যদিকে ব্যবধান কমাতে পারেনি আলমেরিয়াও।

এই জয়ে লা লিগায় ৩২ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়েও টেবিলের দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে বার্সেলোনা ৭৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

Share Now

এই বিভাগের আরও খবর