নাটোর ৪ আসনে প্রার্থী পরিবর্তন চাইলেন চার এমপি পদপ্রার্থী

আপডেট: April 30, 2023 |

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোর-৪ আসনে আওয়ামীলীগের এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বড়াইগ্রাম ও গুরুদাসপুরে দুই উপজেলার ৪ এমপি মনোনয়ন প্রার্থী ও নেতাকর্মীরা সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুস এমপির বিরুদ্ধে নৌকার বিরোধিতা করা সহ নানা অভিযোগ করে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপিকে দলীয় মনোনয়ন না দিতে দলীয় সভা নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনে এমপি পদপ্রার্থী বড়াইগ্রাম উপজেলা মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহমেদ আলী মোল্লা সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী সমর্থক বৃন্দ

উল্ল্যেখ যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছে নাটোর ৪ আসুন বড়াইগ্রাম – গুরদাসপুর আওয়ামী লীগ শিবিরে।

রাষ্ট্রীয় ক্ষমতা থাকা সরকার দলীয় আওয়ামী লীগ শিবিরে ইতিমধ্যেই বিভিন্ন দলীয় সমাবেশ সহ সামাজিক, ধর্মীয় সভা সমাবেশে বক্তৃতা বিবৃতির মাধ্যমে উত্তাপ ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের দলীয় শিবিরে।

যার প্রভাব ইতিমধ্যেই সাধারণ মানুষের মুখে মুখে। চায়ের দোকান রেস্তোরা পাড়া মহল্লায় সকল বয়সী মানুষের কৌতুহল কে হবেন আগামী নির্বাচনে নৌকার কান্ডারী।

২০২৩ সালের শেষে অথবা ২০২৪ সালের প্রথমদিকে জাতীয় সংসদ নির্বাচন হবার কথা আর এই নির্বাচনকে ঘিরেই ইতিমধ্যেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাপ শুরু হয়েছে।

ইতিমধ্যেই বড়াইগ্রাম গুরুদাসপুর নাটোর ৪ আসনে বর্তমান সংসদ সদস্যসহ আরো 6 জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন।

এমপি মনোনয়ন প্রত্যাশীরা হলেন তিনবারের নির্বাচিত গুরদাসপুর পৌরসভার মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সরকার, নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ আহমেদ আলী মোল্লা, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন।

গত 26 শে মার্চ ২০২৩ নৌকার পক্ষে ভোট চাওয়া সহ আনুষ্ঠানিক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন গুরুদাসপুর বড়াই গ্রামের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং গণমাধ্যমে সাক্ষাৎকারের সময় ঘোষণা দেন গুরুদাসপুর, বনপাড়া পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা ও মোহাম্মদ জাকির হোসেন সহ নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আহমেদ আলী মোল্লা এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের ঈদগাহ ময়দানে বক্তৃতাকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন আলহাজ্ব মোহাম্মদ জাহিদুল ইসলাম সরকার।

তবে ইতিমধ্যেই গুরুদাসপুর সার বীজ বিতরন অনুষ্ঠান সহ বিভিন্ন সমাবেশে বক্তৃতা কালে আবারো নৌকার কান্ডারী হিসেবে এবং সবাইকে নিয়ে নৌকার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন বর্তমান সংসদ সদস্য ছয়বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস।

Share Now

এই বিভাগের আরও খবর