গুরুদাসপুরে মহান মে দিবস পালিত

আপডেট: May 1, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে গুরুদাসপুর দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হয়।

আজ সোমবার নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন চাঁচকৈড় গুরুদাসপুর শাখা, কাঁটমিস্রী শ্রমিক ইউনিয়ন গুরুদাসপুর উপজেলা শাখা, ট্রাকলরি কাভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন গুরুদাসপুর শাখার আয়োজনে শহরের চাঁচকৈড় থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেয়। সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউসুফ মোল্লা সাধারণ সম্পাদক মোঃ আমিন হোসেন টাক লরি কাভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহানুর মোল্লা।

দিবসটি উপলক্ষে বিকেলে কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন গুরুদাসপুর উপজেলা শাখা অফিসে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ মইনুল মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সরকার সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সহ-সভাপতি ইসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান যুগ্ন মোহাম্মদ মইনুল মেধা

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের উচ্চ মর্যাদায় আসীন করেছিলেন। বঙ্গবন্ধুর চিন্তাধারায় দেশে শ্রমিক এবং সকল পেশাজীবীদের জীবনমান সামনের দিনগুলোতে আরো উন্নত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর